News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৮, ১২ জুলাই ২০২৫
আপডেট: ১২:৫৮, ১২ জুলাই ২০২৫

মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে এবং পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা  জানান।

উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করছে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

এদিকে শুক্রবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে মামলার ৯ নম্বর আসামি টিটন গাজী (৩২)-কে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে সোহাগ হত্যা মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

প্রসঙ্গত, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে, দোষীরা কোনোভাবেই রেহাই পাবে না এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়