News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২০:২৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫

‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে গ্রেফতার ৩৪৩ 

‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে গ্রেফতার ৩৪৩ 

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শর্টগান কার্তুজ, ৩টি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে আজ (সোমবার) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সার্বিক আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 
তিনি বলেছেন, ডেভিলমুক্ত না হওয়া পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত দিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে, তত দিন পর্যন্ত এই অপারেশনটা চলবে। 

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট, সাবেক এমপি চয়নসহ আটক ১০০

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের সন্ত্রাসীরা। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় গত শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়