News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৬, ২০ মে ২০২৫

ডিএসসিসি গেজেটের ভাগ্য নির্ধারণে শুনানি চলছে

ডিএসসিসি গেজেটের ভাগ্য নির্ধারণে শুনানি চলছে

ফাইল ছবি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট স্থগিত চেয়ে দায়ের করা রিটের শুনানি আবার শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টা ১০ মিনিট থেকে হাইকোর্টে এই শুনানি শুরু হয়। 

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ সময় নির্ধারণ করেছেন।

এর আগে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত শুনানি চলে। পরে আদালত মামলার গুরুত্ব বিবেচনায় করে বিকেলে ফের শুনানির সিদ্ধান্ত দেন। 

আদালত বলেন, যত সময় লাগে, আমরা শুনব।

রিটের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান। 

অন্যদিকে, ইশরাক হোসেনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু নির্বাচনী অনিয়মসহ বিভিন্ন অভিযোগে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন মামলা করেন। 

আরও পড়ুন: সবজি ব্যবসায়ীকে হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

এর প্রেক্ষিতে গত ২৭ মার্চ ২০২৫ তারিখে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম একটি যুগান্তকারী রায়ে ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন। আদালত একইসঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেয়।

নির্বাচন কমিশন আদালতের রায়ের ভিত্তিতে ২৭ এপ্রিল ২০২৫ তারিখে ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

গেজেট স্থগিত চেয়ে রিট ও পাল্টা আইনগত পদক্ষেপ
গেজেট প্রকাশের পর পরই এ নিয়ে বিতর্ক শুরু হয়। ১৪ মে ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এতে আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়।

রিটে আরও বলা হয়, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ যিনি এ রায় দেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। আদালত রিট গ্রহণ করে রুল জারি করেন এবং রায় ও গেজেট স্থগিত চেয়ে আবেদনকারীর আবেদন শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন।

এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে তার সমর্থকরা গত কয়েকদিন ধরে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 

মঙ্গলবারও নগর ভবন চত্বরে একই দাবিতে কর্মসূচি চলছে, যার ফলে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং নগর ভবনের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

বিএনপি দাবি করেছে, আদালতের রায়ের মাধ্যমে জনগণের রায় পুনঃস্থাপিত হয়েছে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, বিচার বিভাগের আদেশ মান্য করে অবিলম্বে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের সুযোগ দেওয়া হোক।

আজকের শুনানিতে হাইকোর্ট যদি গেজেট স্থগিত রাখার আদেশ দেন, তাহলে ইশরাক হোসেন আপাতত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। তবে বিষয়টি আপিল বিভাগ পর্যন্ত গড়ানোর সম্ভাবনা প্রবল। আদালতের চূড়ান্ত রায়ের উপরেই নির্ভর করবে ঢাকার দক্ষিণ নগরপিতা হিসেবে কে দায়িত্ব পালন করবেন – তা শেখ ফজলে নূর তাপস, না কি ইশরাক হোসেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়