পল্লবীতে ছাত্র খুনের ঘটনায় আটক ৩
ঢাকা: রাজধানীর পল্লবীতে জমি নিয়ে বিরোধের জের ধরে কলেজ ছাত্র খুন হওয়ার ঘটনায় ৩ জনকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকলে কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে আটক করেছে পুলিশ।
বৃহিস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ঢামেকের জরুরি বিভাগ থেকে ওই ৩ জনকে আটক করেন পল্লবী থানার এসআই জাহিদ।
আটকের প্রসঙ্গে তিনি বলেন, “অপরাধী অপরাধীই, সে অসুস্থ হোক বা সুস্থ হোক। আটককৃতদের সুস্থ না হওয়া পর্যন্ত পুলিশ প্রহরায় ঢামেকে চিকিৎসা দেওয়া হবে। পরে তারা সুস্থ হলে তাদের থানা হাজতে নেওয়া হবে।”
বৃহস্পতিবার সকালে পল্লবীর উত্তর কালশী এলাকায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আবদুর রহমান নামের এক কলেজ ছাত্র নিহত হন। আহত হন জয়েন উদ্দিনের ছেলে শাহীন উদ্দিন (৩০), রাজীব হোসেন (২৮), ও মোহাম্মদ আলী (২৫)। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত ৩ জনকে আটক করে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে
নিউজবাংলাদেশ.কম