News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ৫ ডিসেম্বর ২০২৫

লন্ডন থেকে ঢাকার পথে জুবাইদা রহমান

লন্ডন থেকে ঢাকার পথে জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্য থেকে দেশের পথে রওনা হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তিনি বিমানবন্দরে চেক-ইন শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

ধারণা করা হচ্ছে, উন্নত চিকিৎসার জন্য তার শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই জুবাইদা রহমানের এই সফর। ঢাকায় পৌঁছানোর পর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার রাতে জানান, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ডা. জুবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর তিনি খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গে থাকতে পারেন।

বিএনপির অন্য একটি সূত্র জানিয়েছে, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি লন্ডন-ঢাকা ফ্লাইটে ফিরছেন। শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, “জুবাইদা রহমান লন্ডন থেকে সার্বিক বিষয়ে সমন্বয় করছেন। তিনি শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে ম্যাডামকে কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিতে পারেন।”

খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী দ্য ডেইলি স্টার–কে বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী হলে শুক্রবার সকালে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আছে। সবই নির্ভর করছে চিকিৎসকদের মূল্যায়নের ওপর।”

আরও পড়ুন: হাসিনার ক্ষমতাচ্যুতির পর রাজনৈতিক ভিত্তি অর্জনে লড়ছে জেন-জি

তিনি আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যেতে পারেন তার একজন উপদেষ্টা, পুত্রবধূ জুবাইদা রহমান, সাতজন চিকিৎসক, দুইজন এসএসএফ সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একজন সহকারী, ব্যক্তিগত সহকারী এবং দুইজন গৃহকর্মী।

উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন ৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী। ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণের কথাও জানান চিকিৎসকেরা। গত ১ ডিসেম্বর তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করে সরকার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়