News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৬, ১০ সেপ্টেম্বর ২০২৫

নেপালে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি

নেপালে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি

ফাইল ছবি

জেনারেশন জি’র নেতৃত্বে চলমান বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশব্যাপী কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নেপালের সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেনাবাহিনীর গণসংযোগ ও তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বুধবার বিকেল ৫টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এরপর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ কার্যকর হবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বিবৃতিতে জানানো হয়, বিক্ষোভে অরাজক উপাদান ঢুকে অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, টার্গেট করে হামলা এবং এমনকি যৌন নির্যাতনের চেষ্টার মতো ঘটনা ঘটিয়েছে। এসব কর্মকাণ্ডকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছে সেনাবাহিনী।

এতে আরও বলা হয়, কারফিউ চলাকালে কেবল জরুরি সেবার যানবাহন-  যেমন অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাকর্মীদের গাড়ি চলাচল করতে পারবে। প্রয়োজনে স্থানীয় নিরাপত্তা সদস্যদের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী

সেনাবাহিনী বিক্ষোভে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে নাগরিকদের আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থেকে কেবল সরকারি ঘোষণা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।

জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি, নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে সহযোগিতারও আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়