ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি

ছবি: সংগৃহীত
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং সরকারের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সশস্ত্র সীমা বলের (এসএসবি) এক কর্মকর্তা জানান, নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সতর্কতা মূলত পূর্বসতর্কতামূলক পদক্ষেপ, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অস্থিরতা যাতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করতে পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এর আগে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সহিংসতার জেরে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন। অস্থিরতা মোকাবিলায় জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী অলি।
আরও পড়ুন: আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
উল্লেখ্য, ভারত-নেপাল সীমান্ত ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ। এটি উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত। দুই দেশের নাগরিকদের অবাধ চলাচল সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে সীমান্তে কড়া নজরদারি জোরদার করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি