News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৫, ৮ সেপ্টেম্বর ২০২৫

আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

তরুণ সমাজের বিক্ষোভ ও সামাজিক মাধ্যম নিষিদ্ধকরণের বিরুদ্ধে গণরোষের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেহাখ।

সোমবার (০৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। 

এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, এক্স (পূর্বে টুইটার), হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটসহ ২৬টি জনপ্রিয় সামাজিক মাধ্যম ব্লক করে। 
সরকার দাবি করেছে, এসব প্ল্যাটফর্ম নতুন নিয়ম অনুযায়ী নিবন্ধন করেনি। 

তবে সমালোচকরা বলছেন, এটি রাজনৈতিক নেতাদের পরিবারের সমালোচনামূলক বিষয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তরুণ সমাজের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে।

সোমবার কাঠমান্ডু এবং অন্যান্য শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কাঠমান্ডুর মৈতীঘর মণ্ডল ও নিউ বানেশ্বর এলাকায় হাজার হাজার বিক্ষোভকারী জমায়েত হন। পুলিশ তাদের বাধা দেয় এবং সংঘর্ষ শুরু হয়। টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এই সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত ও ১০০-এর বেশি আহত হয়।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১৯

বিক্ষোভ ও সহিংসতার মধ্যে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেহাখ। 

তিনি জানান, সরকারি বাহিনীর সহিংস পদক্ষেপের জন্য আমি নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করছি।

সরকারের পদক্ষেপের সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রিপাবলিকান সোশ্যালিস্ট পার্টি প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ দাবি করেছে এবং আগামী নির্বাচনের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও এই পদক্ষেপকে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন হিসেবে দেখেছে।

নেপালের এই ঘটনা দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তরুণ সমাজের আন্দোলন সরকারের প্রতি তাদের অসন্তোষ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ইচ্ছাকে প্রতিফলিত করছে। এটি ভবিষ্যতে নেপালের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়