রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ ট্রায়ালে সফল

ছবি: সংগৃহীত
রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি নতুন ক্যানসার ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ ট্রায়ালে সফল হয়েছে। এখন এটি রোগীদের ব্যবহারের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (এফএমবিএ)। সংস্থাটির প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এ তথ্য জানিয়েছেন।
রবিবার (৭ সেপ্টেম্বর) তাস নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভ্যাকসিনটি দুর্বল ভাইরাসের পরিবর্তে মানবদেহের কোষকে বিশেষ প্রোটিন তৈরিতে প্রশিক্ষণ দেয়। পরে শরীর ওই প্রোটিন উৎপাদন করে, যা ক্যানসার কোষকে আক্রমণ করে ধ্বংস করে।
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
গবেষণায় দেখা গেছে, বারবার ডোজ দেওয়ার পরও এ ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল হলো, ক্যানসারের ধরনভেদে টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়ে গেছে অথবা তাদের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে। এছাড়া ভ্যাকসিন গ্রহণকারীদের বেঁচে থাকার সম্ভাবনাও স্পষ্টভাবে বেড়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি