News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৫, ৭ সেপ্টেম্বর ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

ফাইল ছবি

৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসির। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি।

আল আরাবিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বালিকেসির সিনদিরগি এলাকায় এবং এর গভীরতা ছিল প্রায় ৭.৭২ কিলোমিটার। 

আরও পড়ুন: পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

এর আগে আগস্টমাসে একই অঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় একজনে প্রাণহানি হয়েছিল এবং কয়েকটি ভবন ধসে পড়ে।

এ বিষয়ে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি এরলিকায়া সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, ভূমিকম্পের পরপরই এএফএডি ও অন্যান্য জরুরি সেবাদাতা দল ঘটনাস্থলে নেমে পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়