প্রথমবার ইউক্রেনের সরকারি ভবনে রাশিয়ার হামলা, নিহত ৩

ছবি: রয়টার্স
প্রথমবারের মতো ইউক্রেনের সরকারি ভবনে চালিয়েছে রাশিয়া। এছাড়া আরও বেশ কিছু ভবনেও হামলা চালানো হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর ধ্বংসস্তুপ থেকে এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, "প্রথমবারের মতো, শত্রুর হামলায় সরকারি ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মকলকর্মীরা আগুন নেভাতে কাজ করছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানায়, ঐতিহাসিক পেচেরস্কি জেলায় অবস্থিত ইউক্রেনীয় সরকারের প্রধান ভবনের উপরের তলা জ্বলতে দেখেছেন। সূর্যোদয়ের ঠিক পরেই পরিষ্কার নীল আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন তারা।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের মন্ত্রিসভার ভবনের ছাদে আগুন জ্বলছে এবং আকাশে ধোঁয়া উড়ছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ৬৭ ফিলিস্তিনি নিহত
ইউক্রেনের জরুরি সেবাদানকারী সংস্থার তথ্য অনুযায়ী, ড্রোন হামলায় কিয়েভের কয়েকটি বহুতল ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, রাশিয়া রাতারাতি ইউক্রেনে ৮০৫টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ইউক্রেনীয় প্রতিরক্ষা ইউনিট ৭৫১টি ড্রোন এবং চারটি ভূপাতিত করেছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি