News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৩, ১৯ জানুয়ারি ২০২০
আপডেট: ০৯:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। শেষ চারে যেতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না জেমি ডে’র শিষ্যদের সামনে। 

রোববার (১৯ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তেমন এক বাঁচা-মরার ম্যাচে লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেছেন মতিন মিয়া। বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেছেন ইব্রাহিম।  এর আগে প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। 

গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে একই ব্যবধানে হেরেছিল লঙ্কানরাও। যার কারণে সেমিতে যাওয়ার জন্য নিজেদের দ্বিতীয় ম্যাচটি বাঁচা-মরার হয়ে পড়ে দু’দলের সামনে। লাল-সবুজ জার্সিধারীদের হয়ে জোড়া গোল করেন স্ট্রাইকার মতিন। বাকি গোলটি আসে লেফট উইঙ্গার ইব্রাহিমের পা থেকে।

টানা দুই জয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আগেই সেমিতে নাম লিখিয়েছিল ফিলিস্তিন। নকআউট পর্বে তাদের সঙ্গী হয়েছে স্বাগতিক বাংলাদেশও। খেলার  প্রথমার্ধের শুরুর দিকে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মতিন। ম্যাচের শেষদিকে অভিষেক আন্তর্জাতিক গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন ইব্রাহিম।

নিউজবাংলাদেশ.কম/এসএস/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়