‘নির্বাচন নয়, খালেদা একাত্তরের প্রতিশোধ চান’
ঢাকা: স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক বা মধ্যবর্তী নির্বাচন নয় তিনি একাত্তরের প্রতিশোধ চান।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্য মঞ্চ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আশরাফ বলেন, “খালেদা জিয়া মধ্যবর্তী নির্বাচন চাইলে জ্বালাও-পোড়াও করতেন না। খালেদা জিয়া ভোট-নির্বাচন কিছুই চান না। নির্বাচন চাইলে ভোটারদের পুড়িয়ে মারতেন না। এ দেশে অনেক আন্দোলন হয়েছে। খালেদা জিয়ার উদ্দেশ্য যে জিনিসটার জন্য, যার জন্য উনি রাজনীতি করেন সেটা হলো- উনার সাধের পাকিস্তান ঐক্যবদ্ধ করতে চান। এ দেশের মানুষ এটা মেনে নেবে না।”
খালেদা জিয়া জীবনে কখনো কোনদিন এই বাংলাদেশকে স্বীকার করেননি উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী আরো বলেন, “তার (খালেদা) জীবনের একটাই দুঃখ যে তিনি পাকিস্তানকে রক্ষা করতে পারেননি। যে কারণে এই দেশকে পোড়া মাটি বানাতে চান তিনি।”
সমাবেশে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, “খালেদা জিয়ার রাজনীতি এখন লাইফ সাপোর্টে। এখনো নির্বাচনে আসছেন ভালো কথা। আপনাকে স্বাগত জানাই। নির্বাচনটা করে আপনার জনপ্রিয়তা যাচাই করেন।”
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সভাপতি মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান, টাঙ্গাইল জেলা মুক্তিযুদ্ধের কমান্ডার খন্দকার জহিরুল হক, জামালপুর জেলার কমান্ডার শফিকুল ইসলামসহ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম