News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪০, ১ মার্চ ২০২০
আপডেট: ১৪:১৭, ১ মার্চ ২০২০

জয়পুরহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রাম থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার সকালে তাদের নিজ বাড়ির অদূরে পুকুর পাড় সংলগ্ন জঙ্গলের কাছে একটি তেঁতুল গাছ থেকে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ গণমাধ্যমকে জানান, ওই গ্রামের শাহীন মিয়া ও তার স্ত্রী আশা পারভিনের মরদেহ তাদের বাড়ির থেকে কিছু দূরে পুকুরপাড়ের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। সেখানে তাদের মরদেহ গাছের ডালের সঙ্গে ঝুলানো ছিল।

দুজনই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আত্মহত্যার কারণ তদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি ওবায়েদ।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়