৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে চারজনের হাতে পদক তুলে দেন তিনি।
এ বছর পদকপ্রাপ্তরা- নারীশিক্ষা (গবেষণা): রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার): কল্পনা আক্তার, মানবাধিকার: নাবিলা ইদ্রিস, নারী জাগরণ (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য বেগম রোকেয়ার অবদান আজও দিকনির্দেশক।”
উল্লেখ্য, ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। তিনি সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ও নারী জাগরণের অগ্রদূত ছিলেন। ১৯৩২ সালের একই দিনে মৃত্যুবরণ করেন। প্রতি বছর তার জন্ম ও মৃত্যুবার্ষিকী বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়।
আরও পড়ুন: বেগম রোকেয়া নারী সমাজকে আলোয় এনেছেন: প্রধান উপদেষ্টা
বেগম রোকেয়া নারী ক্ষমতায়নের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। তার সাহিত্যকর্ম যেমন ‘সুলতানার স্বপ্ন’ এবং ‘অবরোধবাসিনী’ সমাজের কুসংস্কারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ ছিল। তিনি প্রতিষ্ঠা করেছিলেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, যা হাজারো বালিকাকে শিক্ষার আলোয় আলোকিত করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








