ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের একটি মডেল হিসেবে কাজ করবে। এখানে শতভাগ শিক্ষিত ভোটার অংশ নিচ্ছেন এবং ভোট পরিচালনায়ও রয়েছেন উচ্চশিক্ষিত ব্যক্তিরা। তবে জাতীয় নির্বাচনে পরিস্থিতি কিছুটা ভিন্ন হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম বলেন, “অনেক বছর পর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটি অবশ্যই একটি মডেল নির্বাচন। আমরা আশা করি, আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় ডাকসু নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে।”
আরও পড়ুন: সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেফতার
তিনি আরও বলেন, “ডাকসু নির্বাচন একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এটি ভবিষ্যতের জন্য ভালো দৃষ্টান্ত।”
উপদেষ্টা জানান, ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও নির্বাচন হবে। এসব নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা রয়েছে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশিক্ষণ কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি