News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৪:৫৫, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে খবর সংগ্রহের সময় অসুস্থ হয়ে সাংবাদিকের মৃত্যু

ডাকসু নির্বাচনে খবর সংগ্রহের সময় অসুস্থ হয়ে সাংবাদিকের মৃত্যু

তরিকুল ইসলাম শিবলী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) সংবাদ সংগ্রহের সময় অসুস্থ হয়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। ৪০ বছর বয়সী তরিকুল ইসলাম শিবলী চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। 

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো, ফারুক বলেন, “দুপুরের দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।”

আরও পড়ুুন: ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে পোলিং অফিসার প্রত্যাহার

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, “একজন সাংবাদিক মারা গেছেন, এ খবরটা শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।”

চ্যানেল এস ফেইসবুকে এক ফটো কার্ডে শিবলীর মৃত্যুর খবর জানিয়ে লিখেছে, সংবাদ সংগদ্রহের সময় ‘স্ট্রোক করে’ মারা গেছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়