News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০০, ১০ জুলাই ২০২৫

‘দম’ নিয়ে বড় পর্দায় নিশো-চঞ্চল, পরিচালনায় রেদওয়ান রনি

‘দম’ নিয়ে বড় পর্দায় নিশো-চঞ্চল, পরিচালনায় রেদওয়ান রনি

ছবি: সংগৃহীত

‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর ফের বড় পর্দায় নতুন সিনেমা ‘দম’-এ দেখা যাবে অভিনেতা আফরান নিশোকে। পরিচালনা করছেন রেদওয়ান রনি, যিনি ১০ বছর পর এই ছবির মাধ্যমে নির্মাণে ফিরছেন। 

সিনেমাটিতে প্রধান ভূমিকায় থাকছেন চঞ্চল চৌধুরীও। ‘দম’ সিনেমাটি সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত, যার গল্প একজন সাধারণ মানুষের মানসিক শক্তি ও জ্বলে ওঠার গল্প।

২০২৩ সালের ৯ ডিসেম্বর, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে ‘দম’ সিনেমাটির ঘোষণা করা হয়। তখনই প্রকাশিত হয় সিনেমাটির প্রচারণামূলক পোস্টার, যেখানে দেখা যায় পাহাড়ি অঞ্চলে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে থাকা একজনের ছবি, যার চোখ ও হাত বাঁধা। পোস্টারে ‘দম’ শব্দের সঙ্গে বন্দুকের স্কেচ ব্যবহৃত হয়েছে।

প্রথম দিকে সিনেমাটির মুক্তি ২০২৫ সালে জানানো হলেও পরবর্তীতে মুক্তির সময়সূচি পরিবর্তন হয়। নতুন ঘোষণা অনুযায়ী, ‘দম’ আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। এটি যৌথভাবে প্রযোজনা করবে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।

রেদওয়ান রনি বলেন, ‘দম’ সত্যি ঘটনা অনুপ্রাণিত, এমন গল্প যা সাধারণ মানুষের দুর্দান্ত মানসিক শক্তির কথা বলে। এটি তার দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্প, যেখানে তিনি মানুষের টিকে থাকার শক্তির গল্প বলতে চান। ‘দম’ হবে বড় ক্যানভাসের সিনেমা, যেখানে মুখ্য চরিত্রের মধ্যে বহু স্তর থাকবে যা দর্শকদের অনুপ্রেরণা জোগাবে। এটি তার তৃতীয় সিনেমা, এর আগে তিনি পরিচালনা করেছেন ‘চোরাবালি’ (২০১২) ও ‘আইসক্রিম’ (২০১৬)। ‘চোরাবালি’র জন্য তিনি সেরা সংলাপ রচয়িতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন: মেকআপ ছাড়া থাকতেই স্বচ্ছন্দ সাদিয়া আয়মান

অভিনেতা আফরান নিশো বলেন, ‘দম’ তার জন্য চ্যালেঞ্জিং এবং পারফরমেন্স নির্ভর সিনেমা হবে। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র মতোই এটি গল্পনির্ভর। রেদওয়ান রনির কাজের প্রতি নিষ্ঠা এবং সততা তাকে এই সিনেমায় কাজ করতে উদ্বুদ্ধ করেছে। তিনি মনে করেন, ‘দম’-এ টিকে থাকার অনুপ্রেরণামূলক গল্প দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হবে।

চঞ্চল চৌধুরী বলেন, রেদওয়ান রনির পরিচালনায় কাজ করা আনন্দের এবং ‘দম’র গল্প অত্যন্ত অসাধারণ ও নতুন ধরনের। তার চরিত্রটি চ্যালেঞ্জিং এবং তিনি পছন্দের মানুষের সঙ্গে কাজ করতে পেরে খুশি।

বর্তমানে সিনেমাটির শিল্পী নির্বাচন ও শুটিং লোকেশন চূড়ান্তকরণ প্রক্রিয়াধীন। শিগগিরই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় নারী চরিত্রে কে থাকবেন এবং শুটিং কোথায় হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে বলে পরিচালক আশ্বস্ত করেছেন।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, ‘দম’ সিনেমার স্ক্রিপ্টিং শেষ এবং প্রি-প্রোডাকশন কাজ চলছে। শুটিং শিগগিরই শুরু হবে। 

তিনি আশা প্রকাশ করেন, ‘দম’ দর্শকদের প্রত্যাশা পূরণ করবে এবং বড় আয়োজনের পাশাপাশি চমৎকার পারফরম্যান্স উপহার দেবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়