News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫১, ৯ জুলাই ২০২৫

মেকআপ ছাড়া থাকতেই স্বচ্ছন্দ সাদিয়া আয়মান

মেকআপ ছাড়া থাকতেই স্বচ্ছন্দ সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত

ওয়েব সিরিজ ‘তাকদীর’-এ অভিনয় করে দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী সাদিয়া আয়মান। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপনে নিজের দক্ষ অভিনয় দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকপ্রিয়তার তালিকায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈদ প্রস্তুতি ও মেকআপ প্রসঙ্গে খোলামেলা মত দিয়েছেন এ তারকা।

সাদিয়া বলেন, 'ঈদে শপিং করা হয়নি, কারণ খুব ব্যস্ত ছিলাম উৎসবের প্রমোশন নিয়ে।'

মেকআপ সম্পর্কে নিজের অনীহা প্রকাশ করে তিনি বলেন, 'খুবই তাড়াতাড়ি মেকআপ করতে পারি, তবে মেকআপ না করলেই বেশি খুশি থাকি। মেকআপ করতে খুব একটা ভালো লাগে না। আর মেকআপের সব কিছুই এখন বেশ ব্যয়বহুল- ফাউন্ডেশন থেকে লিপস্টিক, সবই দামি।'

আরও পড়ুন: ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ

বিদেশ থেকে কেনাকাটার অভিজ্ঞতা প্রসঙ্গে সাদিয়া জানান,'থাইল্যান্ডে অনেক কিছুই পাওয়া যায়। দেশের বাইরে যেখানে যাই, সেখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসি। তবে গত ৬-৭ মাসে শপিং করিনি, ঈদ ছাড়া।'

অভিনয়ের পাশাপাশি তিনি এখন বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে মডেল হিসেবেও কাজ করছেন ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়