News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৯, ৮ জুলাই ২০২৫

ফরিদা পারভীনের মৃত্যুর গুজব উড়িয়ে স্বামীর দোয়ার আবেদন

ফরিদা পারভীনের মৃত্যুর গুজব উড়িয়ে স্বামীর দোয়ার আবেদন

ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাকে ঘিরে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব ভিত্তিহীন বলে জানিয়েছেন তার স্বামী গাজী আব্দুল হাকিম।

তিনি বলেন, 'ওনার শারীরিক অবস্থা খুব খারাপ, এটা সত্য। কিন্তু তিনি এখনো বেঁচে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় পরিবার মানসিক চাপে রয়েছে।'

কিডনি জটিলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন এ কিংবদন্তি শিল্পী। গত ৫ জুলাই ডায়ালাইসিস চলাকালীন হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন।

আরও পড়ুন: তিন রূপে হৃতিক, ফিরছেন রেখা-প্রিয়াঙ্কা-প্রীতি!

ফরিদার স্বামী অনুরোধ করেছেন, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে দয়া করে সবাই তার জন্য প্রার্থনা করুন।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে কিডনি রোগে আক্রান্ত এই শিল্পী চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও শ্বাসকষ্টজনিত কারণে আইসিইউতে ভর্তি ছিলেন। বর্তমানে তার কিডনি, ফুসফুসসহ একাধিক শারীরিক জটিলতা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়