ধর্ষণ মামলায় খুলনার কর কমিশনারের ছেলে রিমান্ডে

বিয়ের প্রলোভন দেখিয়ে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলবির এক ছাত্রীর সঙ্গে এক বছর ধরে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে শিঞ্জন রায়ের বিরুদ্ধে (২৫) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শিঞ্জন একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
রোববার দুপুরে খুলনা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহিদুল ইসলাম শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে নগরের সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া নারী নির্যাতন মামলায় শিঞ্জনকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. তৌহিদুর রহমান পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলবির ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করে শিঞ্জন রায়। ওই ছাত্রীকে বিভিন্ন সময় বাসাবাড়ী ও হোটেলে নিয়ে শিঞ্জন তার সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করতো। ফলে ওই ছাত্রী গত ফেব্রুয়ারিতে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন।
এরপর শিঞ্জন তাকে বিয়ে আশ্বাস দিয়েও ১৪ আগস্ট বিয়ে অন্যত্র করে। এরপর ১৬ আগস্ট সোনাডাঙ্গা মডেল থানায় ওই ছাত্রী নিজেই বাদী হয়ে কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে শিঞ্জন রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি