News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৪, ১৫ অক্টোবর ২০১৯
আপডেট: ১৮:০২, ১৫ ফেব্রুয়ারি ২০২০

ডিএসই’র মামলার ভয় ভেঙে রাস্তায় বিনিয়োগকারীরা

ডিএসই’র মামলার ভয় ভেঙে রাস্তায় বিনিয়োগকারীরা

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের মামলার ভয়ে পুঁজিবাজারে অব্যাহত পতনের পরও রাস্তায় নামেননি বিনিয়োগকারীরা। পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষুণ্নসহ নিরাপত্তার অজুহাত দেখিয়ে বিনিয়োগকারীদের বাকস্বাধীনতা হস্তক্ষেপ করেছিল ডিএসই।

সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে প্রায় দুই মাস পর মঙ্গলবার পুঁজিবাজারের ধসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুদ্ধ বিনিয়োগকারীরা।

ডিএসইর সামনে বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন, যেখানে বিনিয়োগকারীদের টাকা উধাও হয়ে যাচ্ছে সেখানে আন্দোলন করতে না দিয়ে উল্টো আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে পুঁজিবাজার সেটির সাথে তাল মেলাতে পারছে না।

আরও বলেন, আমরা ধসের পুঁজিবাজার চাই না। আমরা চাই স্বচ্ছ বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারের উন্নয়ন ধারা বজায় থাকুক। আমরা রাস্তায় নামতে চাই না। কিন্তু বাজারে ধারাবাহিক ধস, ডিএসই, নিয়ন্ত্রক ও সংশ্লিষ্টদের অস্বাভাবিক আচরণে নিরুপায় হয়ে রাস্তায় নামতে হচ্ছে আমাদের।

গত কয়েক মাস ডিএসইর কর্তৃপক্ষ মামলার ভয় দেখিয়ে ধসের বাজারেও আমাদের রাস্তায় নামতে দেয়নি। কিন্তু পুঁজিবাজারে অব্যাহত ধসের কারণে পুঁজি হারিয়ে আমাদের পিঠ দেয়ালে ঠেকেছে, তাই জান হাতে নিয়েই আজ রাস্তায় নেমেছি আমরা।

এসময় তারা বলেন, পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই। বাজারের দুর্দিনে প্রতিবাদ করব। যদি জেল হয় হোক। আমরা গতিশীল বাজার চাই।

এদিকে বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দিয়েছেন পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী। তিনি বলেন, যতদিন বাজার ঊর্ধ্বমুখী করতে স্থায়ী সমাধান না করা হবে আমরা আন্দোলন করতেই থাকব। এভাবে একদিন বাজার উঠবে আবার নেমে যাবে, এরকম নিয়ন্ত্রিত বাজার চাই না।

জানা গেছে, ২৭ আগস্ট মঙ্গলবার ডিএসইর সিনিয়র এক্সিকিউটিভ (সিকিউরিটি ইনচার্জ) মো. মামুন-উর রশিদ মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেনও। এই জিডির পর আর বিনিয়োগকারীদের রাস্তায় দেখা যায়নি। এখন পতন হলে তারা রাস্তায় দাঁড়িয়ে চুপ করে বসে থাকেন। যদিও মঙ্গলবার কোন কিছুর তোয়াক্কা না করে প্রশাসনের অনুমতি নিয়ে বিনিয়োগকারীরা রাস্তায় নেমেছিল। সেখানে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপ কামনা করেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়