News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৩, ১৬ জুন ২০১৫
আপডেট: ১৬:০৯, ১৯ জানুয়ারি ২০২০

নির্বাচনে নিশ্চিত জয়ের ইঙ্গিত দিলেন খালেদা

নির্বাচনে নিশ্চিত জয়ের ইঙ্গিত দিলেন খালেদা

ঢাকা: নিরপেক্ষ সরকারের অধীনে আওয়ামী লীগকে নির্বাচন দিতেই হবে। নিরপেক্ষ সরকারের আধিনে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নিশ্চিতভাবে জয়ী হবে এমন ইঙ্গিত দিয়েছেন খালেদা জিয়া।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নোয়াখালী জেলা বারের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

খালেদা বলেন, “বাংলাদেশের জনগণ কোনদিন আওয়ামী লীগকে বিশ্বাস করে নাই, তাদের উপর ভরসা করে নাই। বিশ্বাস, আস্থা, ভরসা যেটা ছিল সেটা বিএনপির উপর এবং সেটা এখনো আছে। গত নয় বছরে আওয়ামী লীগের চুরি, দুর্নীতি, খুন, গুমের কারণে সেটা আরও বেড়েছে।”

তিনি বলেন, “ আমরা নিশ্চিৎ নিরপেক্ষ ভোট হলে আওয়ামী লীগের কি অবস্থা হতে পারে, কয়টা ভোট তারা পাবে। বিএনপি কয়টা ভোট পাবে আর আওয়ামী লীগের অবস্থা কি হবে, তা তারা ভালো করেই জানে। সেজন্য তারা নিরপেক্ষ ভোটেও যেতে চায় না।”

বিএনপি চেয়ারপারসন বলেন, “পাঁচ জানুয়ারীর নির্বাচন বাদ দিলাম, সিটি নির্বাচনে তারা যা করেছে বিদেশিরা তা দেখেছে এবং বুঝেছে। আওয়ামী লীগের অধীনে কোনো দিন নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তারা তা হতে দেবে না।”

তিনি বলেন, “এর আগে আওয়ামী লীগকে ২২ বছর অপেক্ষা করতে হয়েছিল। আবারও সেরকম হতে পারে। মুসলিম লীগ যেমন অসংখ্য টুকরো হয়ে গিয়েছিল আওয়ামী লীগও মুসলিম লীগের মতো অসংখ্যা টুকরো হবে।”

তিনি  জোড় দিয়ে বলেন,  “আওয়ামী লীগকে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতেই হবে।”

বিস্তারিত আসছে...

নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়