সন্ধ্যায় কার্যালয়ে যাবেন খালেদা জিয়া
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার সন্ধ্যায় তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যাবেন।
বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, “বুধবার রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।”
উল্লেখ্য, ৩ জানুয়ারি রাত থেকে তিন মাসের বেশি সময় গুলশান কার্যালয়ে অবস্থান করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ এ সময় অবস্থানের পর ৫ এপ্রিল কার্যালয় থেকে বের হয়ে তিনি আদালতে যান।
আদালত থেকে জামিন নিয়ে পরে তিনি গুলশানের তার বাসভবনে চলে যান। আজ সন্ধ্যায় আবার যাচ্ছেন কার্যালয়ে।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম