News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৬, ১৬ মে ২০২৫

করিডোর ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: ফারুক

করিডোর ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: ফারুক

ফাইল ছবি

করিডোর ইস্যুতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (১৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ফারুক বলেন, 'সরকারের গুরু দায়িত্ব এ দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে।'

আরও পড়ুন: জাতীয় সংগীত বিরোধীদের বিরুদ্ধে পোস্টই কি সাম্য হত্যার কারণ: রিজভী
 
তিনি আরও বলেন, 'দেশে শান্তিশৃঙ্খলা ফেরাতে নির্বাচন প্রয়োজন।'

মানবিক করিডোর নিয়ে বিএনপির এই নেতা বলেন, 'করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এই সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া।' 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়