News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৬:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২০

ফের মধুর ক্যান্টিনে ছাত্রদল, ক্যাম্পাসে চাপা উত্তেজনা

ফের মধুর ক্যান্টিনে ছাত্রদল, ক্যাম্পাসে চাপা উত্তেজনা

সোমবার হামলার শিকার হওয়ার পরও মঙ্গলবার আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসেছে ছাত্রদলের নেতারা। সকাল ১০ টার দিকে মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা। এসময় মধুর ক্যান্টিনে দেখা যায় নি ছাত্রলীগের কোন নেতাকর্মীকে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সাংবাদিকদের সাথে এসময় কথা বলেন। তিনি জানান, তারা সুষ্ঠু সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করেন বলেই হামলার পরও ক্যাম্পাসে এসেছেন। গতকালের হামলার বিষয়ে মঙ্গলবার প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেয়ার কথা জানান।

এছাড়া সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, “আদালতের লিখিত আদেশ পেলে তারপর তারা আইনগত ব্যবস্থা নেবেন। আদেশের কপি হাতে না পাওয়ায় তাদের কার্যক্রম চালাচ্ছেন বলে জানান। গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য ক্যাম্পাসে মোতায়েন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়