News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৬, ২০ মার্চ ২০১৯
আপডেট: ০২:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২০

হয়তো এটাই আমার শেষ বক্তব্য: জন্মদিনে এরশাদ

হয়তো এটাই আমার শেষ বক্তব্য: জন্মদিনে এরশাদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৯০তম জন্মদিনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, হয়তো এটাই আমার শেষ বক্তব্য। 

বুধবার দুপুরে রাজধানীর গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস মিলনায়তনে ৯০ পাউন্ডের একটি কেক কেটে তার ৯০তম জন্মদিন পালন করা হয়। 

এরশাদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “এ দেশে আমার মতো অত্যাচারিত, নিষ্পেষিত ব্যক্তি আর নেই। আমার বিপক্ষে রায় দেওয়ার জন্য ৭ বার জজ পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে আমাকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে। অত্যাচার আমাকে দমাতে পারে নাই। হয়তো জীবদ্দশায় এটাই আমার শেষ বক্তব্য।”

তিনি আরো বলেন, “তোমরা দলকে আরো শক্তিশালী করো। ইনশাল্লাহ আগামীতে এ জাতীয় পার্টি ক্ষমতার দ্বারপ্রান্তে যাবে।”

এ সময় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়