অপরাধীদের আ.লীগ থেকে অব্যাহতি দেয়া হচ্ছে: মন্ত্রী

ছবি: সংগৃহীত
ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে অপরাধীদের অব্যাহতি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার জাতীয় সমবায় দিবস উপলক্ষে গাজীপুরের জয়দেবপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী অপরাধ ও অন্যায় কাজের সাথে জড়িত তাদের কোনো পদ-পদবি না দিয়ে বরং দল থেকে অব্যাহতি দেয়া হচ্ছে।’
মোজাম্মেল হক বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নন এবং মুক্তিযোদ্ধারা জাতির কাছে গর্বিত। কিন্তু তাদের কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধ বা দুষ্কর্মের সাথে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ব্যক্তিগত অপরাধের দায় অন্য কেউ নেন না।’
জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রীনা পারভিন, জেলা সমবায় কর্মকর্তা আইরিন খানম প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে