রাত জেগে বাসার গ্রন্থাগার পরিষ্কার করলেন শাহরুখ

‘জিরো’ ছবির ব্যর্থতার পর শাহরুখ আপতত নিজের বাড়িতে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন।
সম্প্রতি নিজের বাড়ির গ্রন্থাগারে ধুলো জমে থাকা বইগুলো সারা রাত জেগে পরিষ্কার করেছেন শাহরুখ। আর তার ঠিক পরেই নিজের একটা সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিং খান। যার ক্যাপশানে আর কেউ তাকে রাত জেগে এই কাজ করতে সাহায্য করবেন কিনা। বাদশার এই পোস্ট দেখে টুইটারে জবাব দিতেও ভোলেননি দিপ্পি। উত্তরে লিখেছেন, “তোমার তো আমাকে ফোন করার কথা ছিল।”
প্রসঙ্গত, দীপিকা বলিউডে পা রেখেছিলেন শাহরুখের বিপরীতে ফারহা খানের ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের প্রসঙ্গে দীপিকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যখনই ও (শাহরুখ) সামনে আসে, আমি কখনওই ভয় পাই না, বা সংকোচ বোধ করি না। আর আমার মনে হয় এর কৃতিত্ব শাহরুখের। ওনার সঙ্গে কাজ করতে গিয়ে বরাবরই ওনার উপর নির্ভর করেছি। কারোর কারো সঙ্গে সম্পর্কের একটা ভালো রসায়ন নিজে নিজেই তৈরি হয়ে যায়। আর ওর (শাহরুখ) সঙ্গে আমার সম্পর্কটাও ঠিক এমনই। ”
নিউজবাংলাদেশ.কম/এনডি