News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৬, ৮ সেপ্টেম্বর ২০২৫

কারিগরি শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

কারিগরি শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র অনলাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)। পরীক্ষার নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে এই উদ্যোগকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করে কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, কেন্দ্রগুলোকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে হবে।

কেন্দ্রগুলোর জন্য নির্ধারিত প্রস্তুতিমূলক শর্তাবলি:

১. প্রশ্ন ডাউনলোড ও প্রিন্টিং: পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে প্রশ্নপত্র ডাউনলোড ও প্রিন্ট করার ব্যবস্থা থাকতে হবে। এজন্য একাধিক প্রিন্টার ও ফটোকপি/ডুপ্লিকেটিং মেশিন থাকা আবশ্যক।

২. বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে জেনারেটর কেনা বা ভাড়ার ব্যবস্থা নিতে হবে।

৩. ইন্টারনেট সংযোগ: নিরবচ্ছিন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থাকতে হবে, যাতে প্রশ্নপত্র নির্ধারিত সময়ে ডাউনলোড করা যায়।

৪. সিসিটিভি ক্যামেরা: প্রশ্ন ডাউনলোড ও প্রিন্টের জন্য নির্ধারিত কক্ষে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা সংযোগ থাকতে হবে।

৫. নীতিমালা অনুসরণ: পরীক্ষা পরিচালনা–সংক্রান্ত নীতিমালা ২০১২-এর ধারা ২৮(ক) অনুসারে কেন্দ্র নির্বাচনের শর্তাবলি কঠোরভাবে পালন করতে হবে।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং ও ম্যানেজিং কমিটি গঠনে নির্দেশ

যেসব কেন্দ্র উপরোক্ত শর্ত পূরণ করতে পারবে না, তাদেরকে অবশ্যই ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে বিটিইবির পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের ভোকেশনাল শাখায় লিখিতভাবে জানাতে হবে। কেন্দ্রগুলোকে নির্ধারিত গুগল ফর্মে তথ্য পূরণ করে কিউআর কোড স্ক্যান করে সার্ভারে আপলোড করতে বলা হয়েছে।

বোর্ডের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রশ্নপত্র বিতরণে নিরাপত্তা ও গোপনীয়তা আরও জোরদার হবে। তবে কেন্দ্রগুলোকে বাড়তি প্রস্তুতি ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন পড়বে। প্রতিষ্ঠান প্রধানদের ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে এবং নির্দেশনা অমান্য করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়