বিশ্ববিদ্যালয়ের ৪২ ভাগ শিক্ষার্থী বৈষম্যের শিকার: জরিপ

ফাইল ছবি
দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪২ ভাগ বিভিন্ন ধরণের বৈষম্যের শিকার বলে এক সমীক্ষায় জানিয়েছে আঁচল ফাউন্ডেশন। এক হাজার ১৭৩ জন শিক্ষার্থীর এ সমীক্ষায় চালিয়েছে ফাউন্ডেশনটি।
শনিবার (২০ আগস্ট) সকাল এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়েছে।
আঁচল ফাউন্ডেশনের সমীক্ষায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের প্রায় ৬০ শতাংশ পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। এক্ষেত্রে শিক্ষকের ব্যক্তিগত আবেগ, রাগ, অনুরাগ ভূমিকা রেখেছে বলে মনে করেন শিক্ষার্থীরা। এছাড়া, ৩০ শতাংশ শিক্ষার্থী লিঙ্গভিত্তিক বৈষম্যের শিকার হওয়ার কথা জানিয়েছেন। আর ধর্মীয় বৈষম্যের শিকার হওয়ার ১৯ ভাগ শিক্ষার্থী।
আরও পড়ুন: মাদরাসার জন্য জরুরি নির্দেশনা: অমান্য করলে এমপিও বাতিল
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের মধ্যে বিষণ্ণতা, উদ্বিগ্নতা, ঘুমের সমস্যা, স্ট্রেসসহ নানা লক্ষণ রয়েছে।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যের অবস্থা বুঝতে এ জরিপ পরিচালনা করে সংস্থাটি । এ বছরের মার্চ থেকে মে পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি