প্রকৌশল শিক্ষার্থীদের নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগ মোড়ে প্রকৌশল শিক্ষার্থীরা তাদের দাবির প্রতিফলন হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছেন। গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের উত্তেজনা আজ নতুন উচ্চতায় পৌঁছেছে, যখন শিক্ষার্থীরা সরকারের গঠিত কমিটিকে প্রত্যাখ্যান করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যাচ-২০-এর শিক্ষার্থী জুবায়ের আহমেদ ঘোষণা দেন যে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
জুবায়ের আহমেদের নেতৃত্বে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উপস্থাপন করেছেন:
- স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।
- বিশ্ববিদ্যালয় শিক্ষক ও প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিরা কমিটিতে অন্তর্ভুক্ত রেখে সরকারের গঠিত কমিটি সংস্কার করতে হবে।
- সংশ্লিষ্ট তিন উপদেষ্টা ফাওজুল করিম খান, আদিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা আজই শিক্ষার্থীদের নিশ্চয়তা প্রদান করবেন।
- আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে।
- পুলিশি হামলায় জড়িতদের গ্রেফতার ও চাকরি থেকে বহিষ্কার করতে হবে।
আরও পড়ুন: যমুনা অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে সংঘর্ষ
প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবি বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের পেশাগত অধিকার নিশ্চিতকরণ, শিক্ষার মান উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিতকরণ। গতকাল (২৬ আগস্ট) তারা শাহবাগ অবরোধ করেছিলেন।
আজ শাহবাগে অবস্থানকালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, পুলিশের হামলায় ৫০-৬০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। আন্দোলনকারীরা দাবি করেছেন হামলাকারী পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও চাকরি থেকে বহিষ্কার করতে হবে।
প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মো. ওয়ালী উল্লাহ জানিয়েছেন, সরকার যেই কমিটি করেছে তা অনুপযুক্ত। কমিটিতে শিক্ষার্থীদের বা আন্দোলনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়নি। শিক্ষার্থীরা নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন, যাতে তাদের প্রতিনিধি থাকবেন।
শিক্ষার্থীরা সকাল থেকে বুয়েট ক্যাম্পাস থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করেছেন এবং শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এতে যানজট ও সড়ক চলাচলে প্রভাব পড়েছে। আন্দোলনকারীরা শ্লোগান দিয়ে দাবিগুলো তুলে ধরছেন।
শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। যদি দাবি মানা না হয় তবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
নিউজবাংলাদেশ.কম/পলি