News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৮, ২৭ আগস্ট ২০২৫

যমুনা অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে সংঘর্ষ

যমুনা অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর শাহবাগ। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন অভিমুখে অগ্রসর হওয়া প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের দুর্ভোগও চরমে ওঠে।

বুধবার (২৭ আগস্ট ) সকাল ১১টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেন বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

দুপুর ১টা ৪০ মিনিটে তারা যাত্রা শুরু করেন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ অভিমুখে। কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন, একজন পুলিশ সদস্যও আহত অবস্থায় হাসপাতালে নেন।

আরও পড়ুন: শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের তিনটি মূল দাবি হলো—(১) নবম গ্রেডে ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের পদোন্নতি ও কোটা বাতিল করে কেবল প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে; (২) দশম গ্রেডের শতভাগ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে; (৩) বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এদিন সড়ক অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। জরুরি যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় শিক্ষার্থীরা বসে পড়েন রাস্তায় এবং ‘ভুয়া ভুয়া ইঞ্জিনিয়ার’ স্লোগান দিতে থাকেন।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানান, শিক্ষার্থীরা যদি সরাসরি মন্ত্রণালয়ে তাদের প্রস্তাব দেন, তবে সচিব কমিটি বিষয়টি সমাধানের উদ্যোগ নেবে। একইসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে আহ্বান জানিয়ে বলেন, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি নিয়ে একটি চার সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠনের প্রক্রিয়া চলছে, যেখানে প্রকৌশলীদের প্রতিনিধিও অন্তর্ভুক্ত থাকবে।

এর আগের দিন, ২৬ আগস্ট (মঙ্গলবার) বিকেলে নেসকো কার্যালয়ে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী রোকনুজ্জামান রোকন হেনস্তার শিকার হন। এ ঘটনার প্রতিবাদ ও তিন দফা দাবিতে শিক্ষার্থীরা শাহবাগে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করেন এবং সেখান থেকেই ঘোষণা আসে ‘লং মার্চ টু ঢাকা’র।

প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে শিক্ষার্থীদের এই পদযাত্রা সরকারের সঙ্গে নতুন এক অচলাবস্থার জন্ম দিয়েছে। শিক্ষার্থীরা লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়