News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৯, ২৭ মে ২০১৯
আপডেট: ১৬:৩৮, ১৫ আগস্ট ২০২০

ঈদে শতভাগ মানিব্যাক গ্যারান্টি অফার নিয়ে ব্যাঙ!

লাইফস্টাইল ডেস্ক

ঈদে শতভাগ মানিব্যাক গ্যারান্টি অফার নিয়ে ব্যাঙ!

দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ‘ব্যাঙ’ সর্বদা চেষ্টা করে সম্মানিত গ্রাহকদের সেবা ও পণ্যের নিশ্চয়তা দিতে। তাই ব্যাঙ তার তারুণ্যনির্ভর গ্রাহকের সেবা এবং অধিকার নিশ্চিত করতে নিয়ে এলো শতভাগ (১০০%) মানিব্যাক গ্যারান্টি অফার!  

 ব্যবহৃত পণ্য অথবা টাকা ফেরত দেওয়ার নিয়মাবলী: 

* পরিবর্তন অথবা টাকা ফেরত দেওয়ার সময়সীমা ৭ দিন। 

* ক্রয়কৃত পণ্য ধোয়ায় রং নষ্ট, রংয়ে কোন রকম পরিবর্তন হলে, ব্যবহৃত পণ্যের পরিবর্তন অথবা টাকা ফেরত দেওয়া হবে। 

* পরিবর্তন অথবা ফেরত দেওয়ার সময় অবশ্যই মেমো দেখাতে হবে। # ইচ্ছাকৃত অথবা দুর্ঘটনাজনিত কারণে কাপড় ছিড়ে গেলে, রং উঠলে, নষ্ট হলে পণ্যের দায়িত্ব ব্যাঙ কর্তৃপক্ষ বহন করবে না। 

* মানিব্যাক গ্যারান্টির ক্ষেত্রে সর্বোপরি ব্যাঙ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। 

বি. দ্র : ক্রয়কৃত / উপহার প্রাপ্ত পণ্য সাইজ না হওয়া অথবা ডিজাইন পছন্দ না হওয়ার ক্ষেত্রে মানিব্যাক গ্যারান্টি প্রযোজ্য না (উক্ত পণ্যের জন্য টাকা ফেরত দেওয়া হয় না)। তবে ক্রেতারা পণ্য পরিবর্তন করে নিতে পারবেন।

বিস্তারিত জানতে, হট লাইন : ০১৫৫৪ ৮৫৫ ৩৮৪। 

follow us on : facebookhttps://www.facebook.com/bang

সালাউদ্দিন শপিং সেন্টার, ঢাকা (০১) : ৪৪/এ টিকাটুলি, হাটখোলা রোড, ২য় তলা।

সালাউদ্দিন শপিং সেন্টার, ঢাকা (০২) : ৪৪/এ টিকাটুলি, হাটখোলা রোড, ২য় তলা।

আজিজ সুপার মার্কেট, ২য় তলা, শাহবাগ, ঢাকা।

মিরপুর রোড, সেকশন ০১, ব্লক ০৬, কেএ, (ন্যাশনাল সুইমিং কমপ্লেক্স এর বিপরীত), ঢাকা।

 

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়