News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৩, ৩০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৫, ১৯ জানুয়ারি ২০২০

জয় নয়, এখন ড্রয়ের টার্গেট বাংলাদেশের

জয় নয়, এখন ড্রয়ের টার্গেট বাংলাদেশের

ঢাকা: ওয়ানডে আর টি-টোয়েন্টিতে পাকিস্তান-বধের পর টেস্ট সিরিজ শুরুর আগে দারুণ ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ। পাঁচ দিনের ক্রিকেটেও জয়কেই পাখির চোখ বানিয়েছিল। তবে খুলনা টেস্টের তৃতীয় দিন অতিক্রান্ত হতেই আগের লক্ষ্যটা বদলে গেছে বাংলাদেশের। এখন ম্যাচ বাঁচানোর সংগ্রামে নেমেছে মুশফিক বাহিনী।

বৃহস্পতিবার খুলনা টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৫৩৭ রান সংগ্রহ করেছে। পাঁচ উইকেট হাতে রেখেই বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ করা ৩৩২ রানের থেকে ২০৫ রান বেশি মিসবাহ উল হক বাহিনীর। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় বেশ চাপের মধ্যেই পড়েছে স্বাগতিকরা। হারের শঙ্কা দেখা দিয়েছে। ফলে বাংলাদেশ দলের লক্ষ্য বদলে গেছে। এখন ম্যাচ বাঁচানোটাই মুখ্য হয়ে উঠেছে।

এদিন প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে শুভাগত হোম বলেন, “এখন জয়-পরাজয় নিয়ে ভাবছি না আমরা। আমাদের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব পাকিস্তানকে অলআউট করা। আর ব্যাটিংয়ে ভালো করা।” ম্যাচ বাঁচানো সম্ভব কিনা সে বিষয়ে বলতে গিয়ে হোম বলেন, “কেন নয়, যদি সামর্থ্য মত ব্যাট করতে পারি, তাহলে অবশ্যই সম্ভব।”

সাকিবের উইকেট না পাওয়া নিয়ে বাংলাদেশ দলের অলরাউন্ডার বলেন, “সাকিব ভালো বল করার চেষ্টা করেছে। অন্যরাও একই ভূমিকা নিতে চেয়েছিল। সৌভাগ্যক্রমে আমি উইকেট পেয়েছি। তবে সাকিব উইকেট পেলে ভালো হতো।” উইকেটের দিকেও চেয়ে রয়েছে বাংলাদেশ শিবির। শুভাগত বলেন, “জানিনা আগামীকাল উইকেট কী আচরণ করবে। তবে আশা করছি, ভালোই হবে।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়