দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব চান মাহামুদউল্লাহ রিয়াদ

২০১৭ সালের এপ্রিলে শ্রীলংকা সফরে মাশরাফি বিন মর্তুজা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনু্ষ্ঠানিক অবসর নেন। এরপর টাইগারদের হয়ে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। কিন্তু সাকিবের চোটের চোট আর নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে ৮টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন মাহামুদউল্লাহ রিয়াদ।
গত নভেম্বরে ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর পাকিস্তানে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও রিয়াদের হাতে অধিনায়কত্বের ভার দিয়েছে বিসিবি। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে সময় পর্যন্ত নিষেধাজ্ঞাদেশ থাকবে সাকিবের। সে কারনেই বাংলাদেশদলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো মাহামুদুল্লাহকেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দেখতে চান।
বিসিবি’র প্রতি সে আহ্বানই রেখেছেন। রাসেল ডোমিঙ্গোর এই আস্থায় মাহামুদুল্লাহ তাকে ধন্যবাদ দিয়ে মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে বলেন, “আমি এখনও জানি না। যেহেতু আমাকে দায়িত্ব দেয়া হয়েছে এই সিরিজের জন্য তাই আমি চেষ্টা করবো আমার দায়িত্ব পুরোপুরিভাবে কাজে লাগাতে। তাই অবশ্যই ওর যদি আমার প্রতি আস্থা থাকে তাহলে ধন্যবাদ এবং আমার মনে হয় রাসেল অনেক অভিজ্ঞ একজন কোচ এবং সে জানে দলের প্রত্যেক ক্রিকেটারকে কিভাবে সামলাতে হয়। আমার মনে হয় সবাই এই জিনিসটি বুঝে এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করছেন।’
মাত্র একটি সিরিজের জন্য অধিনায়কের নাম ঘোষনা করলে পরিকল্পনা করা কঠিন হয়ে যায়। তা মনে করছেন মাহামুদউল্লাহ। দীর্ঘমেয়াদী অধিনায়ক ঘোষনা করলে পরিকল্পনা সহজ হয়ে যাবে বলে মনে করছেন তিনি, ‘যেহেতু সিরিজ বাই সিরিজ অধিনায়কত্বের দায়িত্বটি আসছে। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব দিলে তো আমার কাছে অবশ্যই মনে হয় পরিকল্পনার জন্য সাহায্য হবে। এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। আমি এই মুহূর্তে চিন্তা করছি যে আমাকে যেহেতু এই সিরিজের দায়িত্ব দেয়া হয়েছে আমি চেষ্টা করবো যেন এই সিরিজে ভালো ফলাফল করতে পারি।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস