বিএনপিকে তুড়ি মেরে উড়ানো যাবে না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
বিএনপিকে “তুড়ি মেরে উড়িয়ে দেওয়া” কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো দল বিএনপি, যা বারবার তার রাজনৈতিক অস্তিত্ব প্রমাণ করে চলেছে।
এসময় তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার উদ্দেশ্যে একটি সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট চক্রান্তের কথাও জানান।
রবিবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি কখনোই নিভে যায়নি, বরং প্রতিকূলতার মাঝেও নতুন উদ্যমে জেগে উঠেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকেই ভেবেছিলেন দলটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিন্তু বিএনপি তা প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: নৌকা প্রতীক বাতিলের দাবি এনসিপির, শাপলা না পেলে লড়াই
মির্জা ফখরুল আরও বলেন, বর্তমানে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার এবং সাইবার হামলা চলছে, তা অত্যন্ত পরিকল্পিত এবং জোরালো ষড়যন্ত্রের অংশ। এখানে বাদ পড়েননি দলের মহাসচিব তারেক রহমানও। দীর্ঘদিনের নিপীড়নের পরও তারেক রহমান তার আপোষহীন মনোভাব ধরে রেখেছেন, যা দলের জন্য অনন্য উৎসাহ ও শক্তি।
বিএনপি মহাসচিব দলের তরুণ নেতাদের উদ্দেশে বলেন, আজকের প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তি ও সাইবার যুদ্ধের দক্ষতা অর্জন অত্যাবশ্যক। আমাদের তরুণ নেতৃত্বকে সাইবার প্ল্যাটফর্মে আরও সক্রিয় ও দক্ষ হতে হবে যাতে আমরা প্রতিপক্ষের ষড়যন্ত্র প্রতিহত করতে পারি।
তিনি পড়াশোনা, সচেতনতা ও রাজনৈতিক জ্ঞান বৃদ্ধির ওপরও জোর দেন।
তিনি এসময় সরকার ও ক্ষমতাসীনদের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে ছড়ানো মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান এবং বলেন, দেশের মানুষের বিশ্বাস ও আন্দোলনের শক্তির ওপর দাঁড়িয়ে বিএনপি ভবিষ্যত রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








