News Bangladesh

ঠাকুরগাঁও সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২০, ৮ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন হলে তারেক রহমানের দল জয়লাভ করবে: শামসুজ্জামান দুদু

নির্বাচন হলে তারেক রহমানের দল জয়লাভ করবে: শামসুজ্জামান দুদু

ছবি: সংগৃহীত

 নির্বাচন হলে তারেক রহমানের দল জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, হাসিনা ভারতে পালালেও রক্ষা পাবে না। গলায় গামছা দিয়ে নিয়ে আসব। টাকা নিয়ে গেছে। এখন ইলেকশনের চিন্তা ভাবনা করছে। গণহত্যা করেছে, টাকা চুরি করেছে, এখনো ক্ষমা চায়নি। ক্ষমা চাওয়ার আগে বলেছে টুস করে ঢুকে পড়বে। ঘর থেকে এনে জনতার আদালতে বিচার শুরু হবে। বিচার শুরু করেছে এ সরকার, আসল বিচার করবে পরের সরকার।

আরও পড়ুন: গণতন্ত্র রক্ষার আন্দোলন থেকে সরে আসেননি বিএনপি নেতাকর্মীরা: ফখরুল

চব্বিশের আন্দোলন নিয়ে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে নিজেরাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ভেবেছিলাম তারা নেতৃত্ব দেবে। অথচ তারা বলছে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার এসেছে। বিএনপির মধ্যে লুটপাট-দুর্নীতি নাই। মানুষ সবসময় বিএনপির পক্ষে।

শামসুজ্জামান বলেন, ১৪ আর ১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। ৭২ ও ৭৫ আরেকটা কালো সময় ছিল। শেখ মুজিব নির্বিচারে ৫০ হাজার মানুষকে হত্যা করার জন্য বানিয়েছিলেন রক্ষী বাহিনী। দুর্ভিক্ষের সময় তিনি বলেছিলেন, আমি কিছু দিবা পারুম না। তখন ১০ লাখ মানুষ মারা গেছে। তার মেয়ে শেখ হাসিনা। শেখ পরিবার হল ব্র্যান্ডের চোর, ডাকাত, খুনি আর লুটেরা। শেখ মুজিব নয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন জিয়াউর রহমান।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়