News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ১৭ জুন ২০১৫
আপডেট: ২১:৩৬, ১৭ জানুয়ারি ২০২০

পরীক্ষায় স্ত্রীর বিলম্ব, ঝগড়া করে আত্মহননে স্বামী!

পরীক্ষায় স্ত্রীর বিলম্ব, ঝগড়া করে আত্মহননে স্বামী!

প্রবেশিকা পরীক্ষার হলে স্ত্রী দেরি করে পৌঁছেছেন। এ নিয়ে বউকে বকাঝকা করতে গিয়ে ঝগড়া বেঁধে যায়। এর জের ধরে শেষপর্যন্ত ক্ষুব্ধ স্বামী যোগেন্দ্র তিওয়ারি (২৫) আত্মহত্যাই করে বসেন।

বুধবার এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভূপালে। নবভারত টাইমস জানায়, ভূপালের সিধি এলাকার বাসিন্দা তিওয়ারি স্ত্রীর পরীক্ষার জন্য স্ত্রীর সঙ্গে ভূপাল শহরে আসেন। সেখানে সাহারা স্টেট এলাকায় আত্মীয়ের বাসায় ওঠেন তারা। গত রোববার অশোকা গার্ডেনে নার্সিং বিষয়ে পরীক্ষা ছিল স্ত্রীর। পরীক্ষা শুরু হয় সকাল ৮টায়। কিন্তু তিওয়ারি দম্পতি সেখানে পৌঁছান দুপুর ২টা দশে।

পুলিশ জানায়, তিওয়ারির স্ত্রীর কাছে প্রবেশপত্র ছিল, তাতে পরীক্ষার সময় লিখা ছিল। সেই প্রবেশপত্র তিনি তার স্বামীর কাছে দেন। পরে পরীক্ষার সময় নিয়ে দুজনের মাঝে ভুল বোঝাবুঝি হয়। ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে পৌঁছাতে পারেননি মিসেস তিওয়ারি। তবে ঠিক কার কারণে এই দেরি- তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে দুজনে তুমুল ঝগড়া হয়। গত সোমবারই তাদের নিজগ্রামে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সারাদিন তারা ঝগড়া করেন বাইরে থেকে। পরে গভীর রাতে আত্মীয়ের বাড়িতে ফেরেন। সেখানেও ঝগড়া হয়। সারারাত ঝগড়ার একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়েন। এরপর বাথরুমে ঝরনার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিওয়ারি। তবে এ ঘটনায় কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তিওয়ারির স্ত্রীর নাম প্রকাশ করেনি পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/একে

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়