News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৭, ২৪ মে ২০১৫
আপডেট: ১৩:০৮, ১৯ জানুয়ারি ২০২০

সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে সঞ্জয় সরকার (২৯) নামের বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, রোববার দুপুরে সঞ্জয় সরকার চেকপোস্ট সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতীয় সীমানায় ঢোকে। এসময় ভারতের গেদে ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে। পরে তাকে কৃষ্ণনগর থানা পুলিশের হাতে সোপর্দ করে বিএসএফ।

দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রবিউল ইসলাম নিউজবাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সঞ্জয় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মইশিয়াজোড়া গ্রামের সন্ন্যাসী সরকারের ছেলে। রোববার বিকেলে তাকে ফেরত চেয়ে সুবেদার রবিউল ইসলাম গেদে বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠিয়েছেন।   

নিউজবাংলাদেশ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়