এডিসি হলেন ৩১ কর্মকর্তা
ফাইল ছবি
৩১ জন সিনিয়র সহকারী সচিবকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তাকে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’–এর ১০(২) ধারার আওতায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। ফলে তারা নিজ নিজ কর্মস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
নতুন কর্মস্থলে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওইদিন বিকেল থেকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলির পর কর্মস্থলের ঠিকানা পরিবর্তন হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তার বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
আরও পড়ুন: ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
নিয়োগ পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন
নিউজবাংলাদেশ.কম/এসবি








