News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৩, ২ সেপ্টেম্বর ২০২৫

সাত দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ড. মুহাম্মদ ইউনূস

সাত দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ড. মুহাম্মদ ইউনূস

ছবি: সংগৃহীত

দেশের সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় এবং তার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে অংশগ্রহণকারী দলগুলো হলো: এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ। এসব দলের নেতারা বিকেল সাড়ে ৪টা থেকে যমুনায় প্রবেশ করতে শুরু করেন।

আরও পড়ুন: মঙ্গলবার ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

সূত্র মতে, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। বিশ্লেষকরা এই ধারাবাহিক সংলাপকে আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।

এর আগে গত রবিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বৈঠক করেছিলেন। ওই বৈঠকে দলগুলো নিজেদের আগের অবস্থানে অটল থাকলেও, প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছিলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প জাতির জন্য গভীর বিপজ্জনক।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং এতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হকের আহত হওয়ার ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব রাজনৈতিক দল। এমন উত্তপ্ত পরিস্থিতির পরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়