News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৩, ১৫ মে ২০১৯
আপডেট: ১১:২০, ৮ ফেব্রুয়ারি ২০২০

১৩ পদে ২১ জনকে নিয়োগ দেবে বাকৃবি

শিক্ষাঙ্গন ডেস্ক

১৩ পদে ২১  জনকে নিয়োগ দেবে বাকৃবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। ১৩টি পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ, প্যাথলজি বিভাগ, কৌলিকতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, ফসল উদ্ভিদ বিভাগ, পশুপুষ্টি বিভাগ, ডেইরি বিজ্ঞান বিভাগ, কৃষি অর্থনীতি বিভাগ, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ, ফিশারিজ টেকনোলজি বিভাগ ও হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট।

পদসংখ্যা: মোট ২১ জন।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক এবং স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ইংরেজি ভাষায় দক্ষতা ও কম্পিউটার জ্ঞানে অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। প্রার্থী এমফিল/পিএইচডি ডিগ্রিধারী হলে শর্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি, নম্বরপত্রসহ নিম্নের ঠিকানায় (অফিস চলাকালীন) আবেদন পাঠাতে হবে।

ঠিকানা : রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

আবেদনের শেষ সময় : ২০ মে ২০১৯। সূত্র : যুগান্তর, ১৪ মে, ২০১৯ (পেজ নং-১৮)।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে...

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়