১০০ বছরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারিনি: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা ১০০ বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারিনি -এটাই আমাদের দুর্ভাগ্য। বেগম রোকেয়ার দেখানো পথ ও দিকনির্দেশনা অনুসরণে জাতি পিছিয়ে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, রোকেয়া শুধু স্বপ্ন দেখাননি, সমাজকে বদলে দেওয়ার জন্য বিপ্লবী চিন্তা উপস্থাপন করেছিলেন। কিন্তু সেই চিন্তাকে বাস্তবায়নে নতুন নেতৃত্ব তৈরি হয়নি।
তার স্বপ্ন, কল্পনা ও দিকনির্দেশনা আমরা আমলে নিতে পারিনি, যোগ করেন তিনি।
ইউনূস আরও বলেন, আজকের পদকপ্রাপ্ত নারীরা রোকেয়ার কল্পিত সমাজ গড়তে নতুন দিকনির্দেশনা দিচ্ছেন। তারা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমঞ্চেও নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখেন।
তিনি মন্তব্য করেন, রোকেয়া নারীদের শুধু শিক্ষার কথা বলেননি; বলেছেন নিজের অন্ন-সংস্থানের পথ শেখাতে। “তিনি উদ্যোক্তা হওয়ার ধারণা বহু আগেই দিয়ে গেছেন, যা আমরা এখনো পুরোপুরি শিখতে পারিনি,” বলেন প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করা হয়। তারা হলেন- রুভানা রাকিব (নারীশিক্ষা-গবেষণা), কল্পনা আক্তার (নারী অধিকার-শ্রম অধিকার), নাবিলা ইদ্রিস (মানবাধিকার), ঋতুপর্ণা চাকমা (নারী জাগরণ-ক্রীড়া)।
আরও পড়ুন: এডিসি হলেন ৩১ কর্মকর্তা
বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিন ৯ ডিসেম্বর। নারী জাগরণের অগ্রদূত এই মহীয়সী ১৮৮০ সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্ম নেন এবং ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন। সমাজের কুসংস্কার, নারীর অধিকারহীনতা ও বৈষম্যের বিরুদ্ধে তার সংগ্রাম আজও দিকনির্দেশক হয়ে আছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








