News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৯, ২০ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:১৩, ২৮ জানুয়ারি ২০২০

ছাটাই হওয়ার আগেই ধোনির চলে যাওয়া উচিৎ: গাভাস্কার

ছাটাই হওয়ার আগেই ধোনির চলে যাওয়া উচিৎ: গাভাস্কার

আবারও মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার জানিয়েছেন, অস্ট্রেলিয়া ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণদের জায়গা করে দেওয়ার জন্য এখনই সময় ‘ধোনির বাইরে তাকানোর’।

এ বিষয়ে তিনি বলেন, “ ‘আজ তক’ নামের এক ভারতীয় চ্যানেল গাভাস্কারকে জিজ্ঞেস করা হয়েছিল, সামনে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ধোনিকে দলে রাখা উচিৎ কিনা। জবাবে লিটল মাস্টার নঞর্থক উত্তরই দিয়েছেন। তিনি জানান, তার স্কোয়াডে ধোনিকে নয় রিশভ পান্তকে রাখবেন তিনি।, 

এছাড়া গাভাস্কার সেই সাক্ষাৎকার বলেন, ‘না, আমাদের বাইরে তাকাতে হবে। মহেন্দ্র সিং ধোনিকে আমার দলে নেবো না। আপনি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলেন, আমি নিশ্চিতভাবে রিশভ পান্তকে নিয়ে চিন্তা করবো। আমার যদি বিকল্প অপশন প্রয়োজন হয়, তাহলে আমি সঞ্জু স্যামসনকে নিয়ে চিন্তা করবো। সঞ্জু ভাল উইকেটরক্ষক এবং ভাল ব্যাটসম্যানও।’ 

আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল কেমন হওয়া উচিৎ সে প্রশ্নে ৭০ বছর বয়সী সাবেক ভারতীয় ক্রিকেটার বলেন,“আমাকে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তা করতে হয়, তবে সামনে তাকানোর জন্য আমি তরুণদের নিয়ে ভাববো। ধোনি ভারতীয় ক্রিকেটে অসাধারণ অবদান রেখেছে কিন্তু এখন তার বাইরের দিকে তাকানো দরকার।’ 

পরে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে-কেও ধোনি বিষয়ক না-বোধক সাড়া দিয়েছেন গাভাস্কার। কিংবদন্তি এই ব্যাটসম্যান বলেন, ‘আমি মনে করি তাকে (ধোনি) বের করে দেওয়ার আগে তার চলে যাওয়া উচিৎ।’ 

ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে বিতর্ক ওঠে ভারতীয় দলে। তবে সেসব গুঞ্জন-বিতর্ককে পাশ কাটানোর জন্য ভারতের সাবেক অধিনায়ক দু’মাসের জন্য যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। ধোনিকে ছাড়াই টিম ইন্ডিয়া ক্যারিবিয়ান সফর শেষ করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেও নেই তিনি। অবশ্য ৩৮ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে চাচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়