কালিয়াকৈরে মসজিদের ছাদ ধসে আহত ১০
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পূর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা যায়, ওই এলাকার এমএসএ কারখানা পাশে নির্মাণাধীন মসজিদের দ্বিতীয় তলার ছাদের নির্মাণ কাজ চলাকালে বৃহস্পতিবার বিকেল ৫টার সময় উত্তর অংশের ছাদ ধসে পড়ে যায়। এসময় ছাদের নিচে নির্মাণ শ্রমিকরা আটকা পড়েন। আশেপাশের লোকজন দ্রুত নিচে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করেন। এসময় বেশ কিছু শ্রমিককে উদ্ধার করে স্থানীয় সফিপুর জেনারেল হাসপাতাল ও মডার্ন হাসপাতালে পাঠানো হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকেপড়া বাকি শ্রমিকদের উদ্ধার করলেও দুজন শ্রমিক ছাদের নিচে আটকা পড়ে যান। পরে নির্মাণাধীন ছাদের রড কেটে রাত পৌনে ৯টার সময় আহত দুজনের মধ্যে অহিদুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিককে উদ্ধার করা হয়।
আহত অন্য শ্রমিকরা হচ্ছেন- কামাল, জামাল, রাশেদুল, সলেমা, আলমগীর, জালাল, শাহাবুদ্দিন, নিমাই।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে কারখানার এডমিন অফিসার আনোয়ার হোসেন বলেন, “মসজিদের দ্বিতীয় তলার ছাদের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। হঠাৎ উত্তর পাশের ছাদের কিছু অংশ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।”
এ ব্যাপারে জানতে চাইলে কারখানার প্রশাসনিক কর্মকর্তা বিমল চন্দ্র রায় বলেন, “মসজিদটি কারখানার পাশে হলেও এটি কারখানা কর্তৃপক্ষের নয়। এলাকাবাসীর ওয়াকফকৃত জমিতে মসজিদ নির্মাণ করছেন এলাকাবাসী। কারখানা কর্তৃপক্ষ কিছু আর্থিক সহযোগিতা করছে। তবে, ঠিকাদারের নির্মাণ ত্রুটির কারণে ভবনটি ধসে পড়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, কালিয়াকৈর থানার ওসির মাধ্যম্যে খবর পেয়ে দ্রুত গঠনাস্থলে পৌঁছে রাত পৌনে ৯টার দিকে উদ্ধার কাজ শেষ করা হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সর্বশেষ অহিদুল ইসলামকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম