উত্ত্যক্তকারীকে ঝাঁটাপেটা করলেন আরব নারী
সৌদি আরবের এক শপিং মলের ঘটনা। লোকজন কেনাকাটায় ব্যস্ত। এই ভিড়বাট্টার ডামাডোলেই এক ব্যক্তি মার্কেটে আসা এক নারীকে উত্ত্যক্ত করে চলছিল সবার অলক্ষ্যে। একপর্যায়ে হঠাৎই ক্ষেপে ওঠেন নির্যাতিত নারী। তিনি পাশ থেকে কুড়িয়ে একটি লম্বা ঝাড়ু নিয়ে তেড়ে যান বখাটে লোকটির দিকে।
এই আচমকা প্রতিরোধ-আক্রমণে ঘাবড়ে গিয়ে পালিয়ে বাঁচতে চায় দুর্বৃত্ত। কিন্তু পার পায় না ক্ষিপ্র গতিতে তার পেছনে ছোট নারীর হাত থেকে।
সউদি পত্রিকা সাবাকের অনলাইন সংস্করণে দেওয়া ভিডিওতে দেখা যায়, আরবীয় ঐতিহ্যবাহী কালো গাউন পরা ওই নারী লোকটিকে ধাওয়া করে হাতের ওই ঝাঁটার লম্বা লাঠি দিয়ে পিটাতে থাকেন। একপর্যায়ে সাদা আলখাল্লাধারী লোকটি নিস্তার পেয়ে পালিয়ে বাঁচে।
সম্প্রতি এ ঘটনা ঘটেছে পূর্বাঞ্চলীয় বন্দর নগরী দাম্মামে। তবে সঠিক তারিখ বা কোন মার্কেটে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








