News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৩৯, ১৭ জানুয়ারি ২০২০

দেশে জুলাই মাসেই ধর্ষণের ঘটনা ৮৩টি

দেশে জুলাই মাসেই ধর্ষণের ঘটনা ৮৩টি

ঢাকা: গত একমাসে (জুলাই) দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৮৩টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ১৫ জন এবং মোট ৩৬৮ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৯ জনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৯ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছেন ১০ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছেন একজন। আজ (মঙ্গলবার) বাংলাদেশ মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থাটির লিগ্যাল এইড উপপরিষদে সংর‌ক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এছাড়া জুলাই মাসে ৬২জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন নারী। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১৯ জন নারীকে। অ্যাসিড দগ্ধ ৪জন, অপহরণের ঘটনা ৬টি এবং নারী ও শিশু পাচার হয়েছে ৪জন। এর মধ্যে দুইজনকে যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে। গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছেন ৪জন। এর মধ্যে নির্যাতনের পর হত্যা করা হয়েছে দুজনকে।

২৪ জন নারীকে ওই মাসের মধ্যে উত্ত্যক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ হয়। এর মধ্যে  বিভিন্ন নির্যাতনের কারণে ২৬জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এবং ফতোয়ার শিকার হয়েছেন সাতজন। নয়জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্য বিয়ের শিকার হয়েছে তিনজন। পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন দুজন। ৩০ জনকে শারীরিক নির্যাতন করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়