News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৮, ২৮ নভেম্বর ২০২৪

আইপিএলে নেই কোনো বাংলাদেশি, কারণ জানাল বিসিবি

আইপিএলে নেই কোনো বাংলাদেশি, কারণ জানাল বিসিবি

বিকেএসপি কোচ ও বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিল ১২ বাংলাদেশি ক্রিকেটারের নাম। কিন্তু দুই দিন মিলিয়ে হওয়া এই নিলামে কারো ডাক পড়েনি। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানদের নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্যাঞ্চাইজি। 

নিলামে নাম উঠেছে কেবল মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম। তাদের নিয়েও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আর সাকিব আল হাসান-লিটন দাস-সহ বাকি ১০ জনের নামই তোলা হয়নি নিলামের টেবিলে। 

তাদের মধ্যে সবচেয়ে বেশি দুই কোটি রুপি ভিত্তিমূল্য ছিল গতবার চেন্নাই সুপার কিংসে খেলা মোস্তাফিজের। এক কোটি রুপি ভিত্তিমূল্য ছিল সাকিব, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের। বাকি সবার ৭৫ লাখ রুপি। অথচ দল পায়নি কেউই। বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে এই অনীহার কারণ জানিয়েছে বিসিবি।

আইপিএলের মতো বড় মঞ্চে বাংলাদেশিদের প্রতি কেন এত অনাগ্রহ ফ্র্যাঞ্চাইজিগুলোর? সাবেক বিকেএসপি কোচ ও বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মনে করেন এর জন্য, টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সামগ্রিক অবস্থাই দায়ী। 

বুধবার মিরপুর স্টেডিয়ামে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়। আমি নিজেদের মানটাকে বিচার করি। বিশ্ব মঞ্চে আমি যদি জায়গা করে নিতে পারি, তার মানে আমার অবস্থান ভালো। আর বৈশ্বিক মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে আমার অবস্থান ভালো না। জোর করে নিজেদের এগিয়ে রাখলে হবে না। এই দেশে বলি, ওই দেশে বলি, এই ফ্র্যাঞ্চাইজি বলি, ওই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারব না। যোগ্যতা থাকলে খেলা যাবে সহজে।

আগের সুযোগগুলো হাতছাড়া না হলে কয়েকজনের খেলার সম্ভাবনা ছিল বলে ধারণা ফাহিমের। 
তিনি বলেন, আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল কিংবা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের চেষ্টা থাকা উচিত সুযোগ কাজে লাগানোর। 

বাংলাদেশের কেউ সুযোগ না পেলেও আইপিএলের আগামী আসরের জন্য দল পেয়েছেন ৮ আফগান ক্রিকেটার। 

আফগানিস্তানের উদাহরণ টেনে বর্ষীয়ান সাবেক কোচ ফাহিম যোগ করেন, আমাদের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করব।

আইপিএলে নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। এর আগে টানা খেলেছেন সাকিব। এবার মোস্তাফিজ ও লেগ-স্পিনার রিশাদ হোসেনের নাম নিলামে উঠলেও কোনো দল তাদের নিতে আগ্রহ দেখায়নি। বাকিদের তোলাই হয়নি নিলামে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়