News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭, ২৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৩:৩৪, ২৬ নভেম্বর ২০২৪

আইপিএলে দল পেলেন না যেসব তারকা ক্রিকেটার

আইপিএলে দল পেলেন না যেসব তারকা ক্রিকেটার

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২০২৫ আইপিএলের মেগা নিলাম শেষ হয়েছে গতকাল সোমবার। এবারের নিলামে দল পাননি অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। দুইদিন ব্যাপী মেগা নিলামের প্রথম দিন নাম উঠলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এদিকে বাংলাদেশের কোনো ক্রিকেটারও দল পাননি এবারের নিলামে। 

এছাড়া, আইপিএলের আরেক নিয়মিত মুখ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও এবার নিলামে দল পাননি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দল না পাওয়া উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে আরও রয়েছেন- জনি বেয়ারস্টো, ড্যারিল মিচেল, মুজিব উর রাহমান, স্টিভেন স্মিথ, নাভিন উল হাক, ডেওয়াল্ড ব্রেভিস।

ভারতীয়দের মধ্যে দল পাননি পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, সরফরাজ খানের মতো ক্রিকেটাররা। সরফরাজ না পেলেও তার ছোট ভাই মুশির খানকে নিয়েছে পাঞ্জাব কিংস। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জন টেন্ডুলকার প্রথম দফায় অবিক্রিত থাকলেও পরে তাকে ভিত্তি মূল্য ৩০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

নিলামে দল না পাওয়ার তালিকায় আরও যারা রয়েছেন- রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, আ্যাডাম মিলনে, স্টিভ স্মিথ,গাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, জেসন হোল্ডার, ক্রিস জর্ডন, টাইমাল মিলসের মতো ক্রিকেটাররা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়